ফরমুলা জানতে চাই এক্সেল সিটে

প্রশ্ন উত্তরCategory: Questionsফরমুলা জানতে চাই এক্সেল সিটে
Md Parvez Shamim asked 3 years ago

পূর্বের তারিখ হতে মোট কত দিন (সংখ্যা) বের করার ফরমুলা জানেতে চাই এক্সেল সিটে


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

এ কাজ টি আপনি পুর্বের তারিখের সাথে আজকের তারিখ বা যে তারিখ পর্যন্ত, সেটি বিয়গ করলে পেয়ে যাবেন ।


কিন্তু আমরা এক্সেলে যেভাবে ডেট লেখি সেভাবে দুটি ডেট বিয়োগ হয়না, আমাদের date() function ব্যবহার করতে হবে  শুরুতে ।

আমরা আজকের তারিখের সাথে আগের তারিখ বিয়োগ করতে চাইলে সরাসরি today() function ব্যবহার করলেই চলবে ।

এবং সেল ফরম্যাট টা সাধারনত date এ থাকে বলে বোঝা যায়না, সেটিকে General Format এ করে নিতে হয় ।

আর যদি দুটিতেই date() ব্যবহার করেন তাহলে General করা লাগবেনা ।

প্রয়োজনে আমাদের বেসিক এক্সেল ভিডিও গুলো দেখে নিতে পারেন @ https://www.youtube.com/playlist?list=PLB9lPE8p9hsYJc5CLpSrhUkr5WlN1Qdn0

উদাহরন ১

উদাহরন হিসেবে শুরুতেই today() function  এব ব্যবহার দেখুন

Excel date calcuation : 01

আমরা D1 সেলে একটি তারিখ দিয়েছি এবং E1 সেলে আজকের তারিখ থেকে আগের তারিখ টি বিয়োগ করেছি যা  উপরের ফরমুলা বারে দেখা যাচ্ছে ।

কিন্তু সমস্যা হলো, আমরা E1 Cell এ তারিখ/ ডেট ফরম্যেটেই তথ্য টি পেয়েছি ।  এবার সেটিকে আমরা General Forma  দেবো ।

এবার E1 Cell এর উপরে রাইট ক্লিক করে Format Cells… এ ক্লিক করুন এবং Number ট্যাব থেকে General নির্বাচন করে OK করুন ।

অথবা E1 Cell  সিলেক্ট করে রিবনের Date এ ক্লিক করে General করে দিন । নিচের ছবির মতো ।

change cell format

OK করার পর দেখুন নিচের মতো হবে

date to number

আমরা পেয়ে গেছি দিন আকারে

উদাহরন ২

এবার পরের উদাহরন অর্থাৎ date() ব্যবহার করে দেখবো । এক্ষেত্রে আগে date() function ব্যবহার করে যে ডেট থেকে বিয়োগ করতে চাই সেই তারিখ টি বসাতে হবে এবং এর পর আগের যে তারিখ পর্যন্ত চাই সেটি ।

কিন্তু date() এর ফরমেট হলো date(year, month, date) এ রকম । তাই নিচের চিত্র টি দেখলে দেখবেন যেন আমরা date(2021,3,21) লিখেছি ।

Using Date function

উদাহরন ৩

এক্সেলের যে কোন সেলে লিখুন নিচের মতো করে

=DATE(2021,3,21)-DATE(2020,4,23)

যেখানে date() হলো year, month, date ফরম্যাটে ।

Your Answer

19 + 7 =

error: Content is protected !!