বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার মাপ: দৈর্ঘ্য ১০ ফুট, প্রস্থ ৬ ফুট এবং মাঝখানের বৃত্তের ব্যাসার্ধ ২ ফুট।
আরো ক্লিয়ার করে বলতে গেলে দৈঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10 x 6 . ্ এবার আপনি ফুটের হিসাব করেও করতে পারেন আবার ইন্চির হিসাব করেও করতে পারেন । তবে দৈঘ্য ও প্রস্থের অনুপাত যেন 10 x 6 হয় ।
বিভিন্য ভবনে ব্যবহার করার বাংলাদেশের পতাকা মাপ হচ্ছে
- ১০ বাই ৬ ফুট (৩.০ বাই ১.৮ মিটার)
- ৫ বাই ৩ ফুট (১.৫২ বাই ০.৯১ মিটার)
- ২.৫ বাই ১.৫ ফুট (৭৬০ বাই ৪৬০ মিলিমিটার)