এটি নিয়ে একটি সিনেমাও হয়েছে মার্ভেল এর । আর উইডো মানে তো বিধবা । কিন্তু ব্ল্যাক উইডো কি ?
Black Widow (ব্লাক উইডো) নামে Marvel Studio এ মুভি তৈরি হয়েছে ২০২১ সালে এবং এই মুভিতে ব্ল্যাক উইডো হল একটি কাল্পনিক চরিত্র ।
তবে Black Widow Latrodectus প্রজাতির এক প্রকারের মাকড়সা ও ।এই প্রজাতির স্ত্রী মাকড়সা রা তাদের পুরুষ সঙ্গির সাথে মিলিত হবার পর খেয়ে ফেলে এবং এই কারনেই এই প্রজাতির মাকড়সা দের Widow Spiders বা বিধবা মাকড়সা বলা হয় । এবং এদের রং কালচে হয়ওয়ায় এরা Black Widow Spiders নামেও পরিচিত ।
ব্ল্যাক উইডো স্পাইডার
আর Black Widow Spiders এর এই সভাবের জন্য পুরুষ মাকড়সারা মিলিত হবার আগে দেখে নেয় যে স্ত্রী মাকড়সাটি কিছু খেয়ে নিয়েছে কিনা । অর্থাৎ ক্ষুধার্ত স্ত্রী মাকড়সার পাল্লায় পড়লে পুরুষ মাকড়সা শেষ ।
স্ত্রী মাকড়সাটি পুরুষটি তুলনায় বেশ বড় হয় । এবং এরা বিষাক্ত। এই প্রজাতিকে সাধারনত North America তে পাওয়া যায় । সাধারনত অন্ধকার জায়গা বিশেস করে বেজমেন্ট এ এরা জাল বোনে এবং মোশা বা মথ খায় ।