স্যাটেলাইট মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি কি?
1 Answers
স্যাটেলাইট মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের বৈশিষ্ট্যঃ
- এতে বেশ উচ্চ মাত্রা সম্পন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি সাধারণত ১১ থেকে ১৪ গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে।
- এর ইন্সটলেশন বেশ জটিল এবং এটি কেবলমাত্র বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির হাতেই দেয়া যেতে পারে।
- স্যাটেলাইট মাইক্রোওয়েফ ট্রান্সমিশন অত্যন্ত ব্যয়বহুল। খুব বড় ধরনের নেটওয়ার্কের প্রয়োজন না হলে এ নেটওয়ার্ক কেউ ব্যবহার করে না। কিন্তু স্যাটেলাইট ট্রান্সমিশনের মাধ্যমে যে কভারেজ দেয়া যায় সেখানে ক্যাবল ইন্সটল করতে অনেক বেশি ব্যয় করতে হয়।
- এ ট্রান্সমিশনে ইএমআই প্রভাব ফেলে এবং এতে ইভসড্রপিংয়ের সম্ভাবনা থাকে।
- এ ট্রান্সমিশন এটিনুয়েশনের শিকার হতে পারে। কুয়াশা, বৃষ্টি এবং প্রতিকুল আবহাওয়ায় এ ট্রান্সমিশনকে বিঘ্নিত করতে পারে।