Css position এর default value হিসেবে কি থাকে

প্রশ্ন উত্তরCategory: ওয়েব ডিজাইনCss position এর default value হিসেবে কি থাকে
css position asked 3 years ago

আমরা যে ওয়েব ডিজাইন এর জন্য সিএসএস শিখি, সেখানে Css position এর default value হিসেবে কি থাকে ?


2 Answers
Rahim answered 3 years ago

CSS Position তো আসলে অনেক কিছুর সাথে যুক্ত । CSS Position আসলে HTML Elements গুলোর পজিসন ঠিক করার জন্য ব্যবহার করা হয় । যদি কোন সিএসএস পজিশনিং না দেয়া থাকে, তাহলে HTML Element গুলো static position এ থাকে ।


CSS Position এর Default Value

CSS Position এর ডিফল্ট ভেলু static

সিএসএস পজিশন এর ভেলু গুলো হয়

position: absolute;
position: relative;

তো যদি কোথাও passion সেট করা না থাকে, তাহলে এটির পজিশন হয় static

আর যদি absolute বা relative দেয়া থাকে, তহলে সেটিকে ডিফল্ট ভেলুতে নিয়ে আসার জন্য static ব্যবহার করতে পারেন । অথবা CSS initial ভেলু ব্যবহার করেও ডিফল্ট এ নিয়ে আসা যায় ।

position: initial;

Ratan answered 3 years ago

CSS Position এর ভেলু গুলো হয়


position: static | absolute | fixed | relative | sticky | initial | inherit; 

Your Answer

7 + 12 =

error: Content is protected !!