mp মানে কি ?

ওয়াকার asked 6 years ago

আমাদের এলাকার mp আছে । এখন mp বলতে কি বোঝায় ?  এমপি সম্পর্কে জানতে চাই ।


2 Answers
Imran Hossain answered 6 years ago

mp মানে কি

MP এর পূর্ণরূপ হচ্ছে,  Member of Parliament । এমপি হচ্ছে সেই ব্যক্তি যে মানূষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে থাকে, নির্দিষ্ট কোন একটি এলাকে থেকে । যে এলাকা থেকে নির্বাচিত হয়, সেই এলাকার মানুষের প্রতিনিধিত করে থাকে । বাংলাদেশের প্রক্ষাপটে প্রতি পাঁচ বছর পর পর mp নির্বাচন হয়ে থাকে ।


Md Shariar Sarkar Staff answered 4 years ago

MP কথাটি অবস্য অন্য জায়গাতে ও ব্যবহার হয়, যেমন 12MP । তো এই MP আসলে বোঝায় ক্যামেরার মেগা পিক্সেল ( Mega Pixel  ) কে ।  ছবি কতটা ভালো কোয়ালিটির সেটা অনেকাংশে নির্ভর করে এর পিক্সেল কতো বা রেজুলেশন কতো । পিক্সেল হল রেজুলেশনের একক ।


Your Answer

13 + 7 =

error: Content is protected !!