mp মানে কি
MP এর পূর্ণরূপ হচ্ছে, Member of Parliament । এমপি হচ্ছে সেই ব্যক্তি যে মানূষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে থাকে, নির্দিষ্ট কোন একটি এলাকে থেকে । যে এলাকা থেকে নির্বাচিত হয়, সেই এলাকার মানুষের প্রতিনিধিত করে থাকে । বাংলাদেশের প্রক্ষাপটে প্রতি পাঁচ বছর পর পর mp নির্বাচন হয়ে থাকে ।