Ms Excel এর Student Result Sheet এ Maximum (সর্বোচ্চ) এবং Minimum (সর্বনিম্ন) নম্বর কিভাবে বের করা যায়?

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামMs Excel এর Student Result Sheet এ Maximum (সর্বোচ্চ) এবং Minimum (সর্বনিম্ন) নম্বর কিভাবে বের করা যায়?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

Student Result Sheet এ Maximum (সর্বোচ্চ) এবং Minimum (সর্বনিম্ন) নম্বর বের করাঃ

Ms Excel এর Student Result Sheet এ Maximum (সর্বোচ্চ) এবং Minimum (সর্বনিম্ন) নম্বর আমরা একটি Save করা Student Result Sheet ফাইল Open করি। এরপর যে Student এর Maximum (সর্বোচ্চ) নম্বর বের করব Mouse এর কার্সরটি Maximum এর ঘরে রেখে Keyboard এর সাহায্যে =max(c4:g4) লিখে Enter প্রেস করি। তাহলে সংশ্লিষ্ট Student এর Maximum (সর্বোচ্চ) নম্বর বের হয়ে আসবে (চিত্র ১.১)।


Maximum Number

Maximum Number

চিত্র : ১.১

এবার Minimum (সর্বনিম্ন) নম্বর বের করার জন্য Mouse এর কার্সরটি Minimum এর ঘরে রেখে Keyboard এর সাহায্যে =min(c4:g4) লিখে Enter প্রেস করি। তাহলে সংশ্লিষ্ট Student এর Minimum (সর্বনিম্ন) নম্বর বের হয়ে আসবে (চিত্র ১.২)।

Minimum Number

Minimum Number

চিত্র : ১.২

এভাবে Ms Excel এর Student Result Sheet টিতে একাধিক Students এর Maximum (সর্বোচ্চ) এবং Minimum(সর্বনিম্ন) নম্বর বের করা যায়।

Your Answer

6 + 1 =

error: Content is protected !!