Ms Excel এর সাহায্যে কোন শিক্ষার্থীর পাশ অথবা ফেল নির্ণয়ঃ
Ms Excel এর সাহায্যে কোন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে আজ আমরা সে বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা Ms Excel এর একটি Save করা ফাইল Open করি। এখানে আমরা পাঁচটি বিষয়ের উপর সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফলাফল (Result) বের করব। এবার Result এর ঘরে Mouse এর Cursor রাখার পর নিচের সূত্রটি প্রয়োগ করি।
সূত্র: =IF(AND(C4>=33,D4>=33,E4>=33,F4>=33,G4>=33),”PASS”,”FAIL”)
![Student's Pass Or Fail Formula](https://kivabe.com/wp-content/uploads/2023/12/Students-Pass-Or-Fail-Formula.jpg)
Student’s Pass Or Fail Formula
চিত্র ১.১
এখানে উল্লেখ্য, যদি শিক্ষার্থীর পরীক্ষায় বিষয় একাধিক হয় তাহলে কলাম সংখ্যা একাধিক লিখে সংশ্লিষ্ট শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে না নির্ণয় করা যায়।
উদাহরণস্বরুপঃ =IF(AND(C4>=33,D4>=33,E4>=33,F4>=33,G4>=33,H4>33,I4>=33)”PASS”,”FAIL”)
Ms Excel এর বিস্তারিত ফাংশন সম্বন্ধে জানতে ভিজিট করুন। Count ফাংশন এর ব্যবহার