Ms Excel শীটের Heading কে কিভাবে Freeze করা যায়?

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামMs Excel শীটের Heading কে কিভাবে Freeze করা যায়?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

Ms Excel শীটের Heading কে Freeze করা

Ms Excel শীটে আমরা যখন কোন ডাটা অর্থাৎ তথ্য পূরণ করি তখন প্রথমে Heading দিতে হয়। মনে করুন, আমি ২০০ জন ব্যক্তির তথ্য ইনপুট দিব। ২০০ জন ব্যক্তির Data Entry করতে হলে Heading এ ব্যক্তিদের কোন কোন Data Entry করতে হবে সেগুলো লিখতে হয়। ধরা যাক, তাদের Sl No, Name, Village, Post Office, Upazila, District & Mobile Number এই সম্পর্কিত Data Entry করতে হবে (চিত্র-১)।


Excel Sheet Heading

Excel Sheet Heading

চিত্র- ১.১

তাহলে Ms Excel শীটের Heading এ উক্ত Data Entry করলাম। Data Entry করার পর যখন আমরা Scroll Down করব সেটি মাউসের চাকা ঘুরিয়ে হোক কিংবা Keyboard এর Down Arrow Key দিয়ে হোক অর্থাৎ যখন নিচের Data Entry করতে যাব তখন কিন্তু Heading Hide হবে অর্থাৎ মুছে যাবে (চিত্র ২)।

Head not show

চিত্র- ১.২

এখানে করণীয় হচ্ছে, Heading টিকে Freeze করতে হবে। এটি করার জন্য Mouse Pointer দিয়ে Heading টিকে Select করে নিতে হবে। এবার Mouse দিয়ে View তে ক্লিক করব। এরপর Freeze Panes Option থেকে Freeze Top Row Option টিতে ক্লিক করব (চিত্র ৩)।

Freeze Pane Select

চিত্র ১.৩

তাহলে Ms Excel শীটের Heading টি Freeze হয়ে থাকবে আর মুছে যাবে না (চিত্র ১.৪)। চিত্র ১.৪ এ  সে দৃশ্যটি ফুটে উঠেছে।

Heading টি দেখা যাচ্ছে

চিত্র ১.৪

Your Answer

10 + 18 =

error: Content is protected !!