স্মার্ট ওয়াচ কি
সাধারনত স্মার্ট ওয়াচ বলতে, ঘড়ির মতো ব্যবহারযোগ্য, কম্পিউটারাইজ। আপনি স্মার্ট ওয়াচ ব্যবহার করে ঘড়ির মতো সময় দেখতে পারবেন। তা ছাড়াও স্মার্ট ওয়াচ ব্যবহার করে আপনি এডভান্স কিছু কাজ করতে পারেন। বর্তমান বাজারে বিভিন্ন প্রকার স্মার্ট ওয়াচ পাওয়া যায়।
যেমন ধরুন, আপনাকে কে ফোন করছে তা দেখতে পাবেন কিংবা স্মার্ট ওয়াচ দিয়ে ফটো ক্যাপচার, ভিডিও রেকোর্ডিং, গান শোনা, এফ এম রেডিও, ফেসবুক, টুইটার এ স্ট্যাটাস আপডেট সহ বেশ কিছু কাজ করতে পারেন স্মার্ট ওয়াচ ব্যবহার করে।

smart watch
Lithium Carbonate Without Rx Ordering Finasteride