Network SSID কি ? Mobile Phone এর Hotspot Configure করার সময় Network SSID দিতে বলে । এর পুর্ন রুপ কি হবে এবং এ্টি কি বোঝায় একটু বুঝিয়ে বলবেন ।
ধন্যবাদ
SSID কি
1 Answers
Your Answer
Network SSID কি ? Mobile Phone এর Hotspot Configure করার সময় Network SSID দিতে বলে । এর পুর্ন রুপ কি হবে এবং এ্টি কি বোঝায় একটু বুঝিয়ে বলবেন ।
ধন্যবাদ
SSID এর পুর্ন রুপ হল service set identifier, আসলে WiFi নেটওয়ার্কে যাতে চিনা যায় যে এটি কোনটি, তাই একটি নাম দিয়ে রাখতে হয় । আপনার ফোনের বা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবার জন্য যে নেটওয়া্র্ক নাম দেওয়া থাকে সেটা ই Network SSID
More