#Value!

Sultan asked 6 years ago

MS Excel a sum করার সময় SUM না হয়ে #Value! চিহ্ন আসে. কেন এমনটি হয় এবং সমাধান কি? এবং কোন cell এ সমস্যা হয়েছে বুঝবো কিভাবে?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

#Value! এটি আসে যদি ফরমুলা লিখতে ভুল হয় কিংবা ভুল সেল রেফারেন্স দেয়া থাকে কিংবা আপনি যেই ভেলু গুলো যোগ করতে চাইছেন সেগুলো সঠিক না । যেমন ধরুন আপনি এক্সেলে দুটি সেলে আলাদা টেক্সট রেখেছেন এবং সেগুলো যোগ করতে চাইছেন, সেগুলো কিন্তু + দিয়ে সরাসরি যোগ করা যাবেনা । যদি করেন, তাহলে #Value! এই error টা পাবেন excel এ ।


আপনি এক্সেলে যোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন । দেখে নিতে পারনে কিভাবে এক্সেলে যোগ বা বিয়গ করতে হয় https://kivabe.com/addition-and-subtraction-in-microsoft-exce/

আর যদি আপনি চান টেক্সট যোগ করবেন, তাহলে দেখুন https://kivabe.com/add-two-cell-data-n-a-single-excel-cell/

Your Answer

11 + 9 =

error: Content is protected !!