web protocolকী

md Shakhawat Hossain Sabbir asked 4 years ago


2 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

Web Protocol হচ্ছে ওয়েব অর্থাৎ ইন্টারনেট দুনিয়ায় এক কম্পিউটার হতে আর এক কম্পিউটার এর তথ্য আদান প্রদানের প্রটোকল বা নিয়ম নীতি ।
Protocol কি সেটা আগে বোঝা দরকার web protocol কী সেটা নিয়ে আলোচনায় আসার আগে ।


প্রটোকল এর ডেফিনেশন টা এরকম

the official procedure or system of rules governing affairs of state or diplomatic occasions.

যার বাংলা কররে দাড়ায় : রাষ্ট্রীয় বা কূটনৈতিক অনুষ্ঠানের বিষয়গুলি পরিচালনা করে এমন সরকারী পদ্ধতি বা নিয়ম পদ্ধতি
এ তো গেলো সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক প্রটোকল এর ডেফিনেশন ।

একই রকম ভাবে ওয়েবে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটার এ যোগাযোগ করার সময় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তথ্য আদান প্রদান করে। যেমন স্মার্ট ডিভাইস হতে পারে সেটি কম্পিউটার কিংবা স্মার্ট ফোন গুলো সার্ভার পিসির কাছে কিছু হেডার ফাইল সহ রিকুয়েস্ট পাঠায় এবং সেই অনুসারে রেসপন্স ও পায় ফলে আমরা বিভিন্ন ওয়েবসাইট গুলো দেখতে পাই ।

তো এই রিকুয়েস্ট গুলো দুই ভাবে যায়: http এবং https , আর এই দুটি হলো Web Server এর ফাইল আদান প্রদান এর প্রটোকল । এখানে
http =  hyper text transfer portocol
আর
https = hyper text transfer portocol secure

Md Shariar Sarkar Staff answered 4 years ago

ভিডিও টি ও দেখতে পারেন, ধারনা আরো ক্লিয়ার হবে আশা করি । 


 
 

Your Answer

18 + 7 =

error: Content is protected !!