windows insider program কি? এর কাজ কি। normal windows ব্যবহার করা ভালো নাকি Windows insider program join করা ভালো?
Windows Inside Program এর লক্ষ হল Windows এর নতুন ভার্সন রিলিজ হবার আগে এটি সেটি টেস্ট করার জন্য রিলিজ করা । এটি ২০১৬ থেকে চালু করা হয়েছে উইন্ডোজ ১০ এর জন্য । Windows Inside Program এর আওতায় এর ব্যবহার কারিরা একটি নির্দিষ্ট সময়ের জন্য উইন্ডোজ ১০ এর প্রি রিলিজ এর লাইসেন্স পাবে এবং এটি উপভোগ করার সুযোগ পাবে ।
এটি আসলে করা হয় যাতে আগ্রহীরা উইন্ডোজ ১০ এর নতুন ভার্সন এ কোন ইমপ্রুভমেন্ট করার থাকলে এর ব্যবহার কারিরা সেটি জানাতে পারবে এর ডেভেলপার দের । পাশাপাশি কোন সমস্যার সম্মুখিন হলে সেগুলোও জানাতে পারবে যাতে ফাইনার রিলিজ এ সেগুলো ঠিক বা আপডেট করা যায় ।
প্রফেশনার কাজের জন্য ডেভেলপার রিলিজ উইন্ডোজ ( Windows Inside Program এর আওতায় যে উইন্ডোজ পাওয়া যায় ) না করাই ভালো । তবে শখেব বশে যায়া ব্যবহার করছেন কিংবা নতুন নতুন ফিচার পেতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন ।