অজিভ রেখা বা ক্রমযোজিত গণসংখ্যার রেখাঃ অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের উচ্চসীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহ যোগ করলে যে উর্ধ্বগামী রেখা পাওয়া যায় তাকে অজিভ রেখা বলে।
ছক কাগজের X অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এবং Y অক্ষ বরাবর ক্রমযোজিত গণ সংখ্যা বিবেচনা করে অজিভ রেখা অঙ্কন করা হয়।
কোনো উপাত্তের শ্রেণিবিন্যাসের পর শ্রেণি ব্যবধানের উচ্চসীমা x-অক্ষ বরাবর এবং শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা y-অক্ষ বরাবর স্থাপন করে ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র(Cummulative Frequency Graph) বা অজিভ রেখা পাওয়া যায়।