আমার নাম্বারের টাকা অন্য ফোনে কিভাবে পাঠাবো ?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনআমার নাম্বারের টাকা অন্য ফোনে কিভাবে পাঠাবো ?
আমান asked 2 months ago

আমার গ্রামিন সিম এ অনেক গুলো লোড আছে । আমি কিভাবে অন্য নাম্বারে টাকাটা পাঠাবো ?


1 Answers
Imran answered 2 months ago

গ্রামীন সিম এর ক্ষেত্রে ব্যালেন্চ ট্রান্সফার করার ব্যবস্থা আছে  ।


সে ক্ষেত্রে আগে সিম এর টাকা ট্র্রান্সফার করার জন্য রেজিস্টার করা লাগে ।  তার পর সিমের টাকা আর এক সিম এ পাঠানো যায় ।

ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন

ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশনের জন্য ডায়াল করুন *121*1500*1# (ফ্রি)। আপনি ফিরতি এসএম এ একটি পিন কোড পাবেন।

GP Sim ।ব্যালেন্স ট্রান্সফার

ব্যালেন্স ট্রান্সফার করতে *121*1500*2# (ফ্রি) ডায়াল করুন এবং নির্দেশনা অনুসরণ করুন।

প্রতিবার সর্রচ্চ ১০০ টাকা পাঠাতে পারনেন এবং মাসে ১০ বার

Your Answer

19 + 8 =

error: Content is protected !!