আমার মোবাইলের মেমোরি কার্ড ফরম্যাট হচ্ছে না, আমি এখন কিভাবে মেমোরি কার্ড ফরম্যাট করবো

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনআমার মোবাইলের মেমোরি কার্ড ফরম্যাট হচ্ছে না, আমি এখন কিভাবে মেমোরি কার্ড ফরম্যাট করবো
Jamil asked 7 years ago

ভাই আমার মেমোরি কোন ভাবে ফরম্যাট হচ্ছে না, এখন করবো? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

আপনি ঠিক কোন কোন পদ্ধতিতে ফরম্যাট দেবার চেস্টা করেছেন সেটা জানিনা । Windows Operating system এ Card Reader এ Memory Card টি লাগিয়ে নিন । এবার My Computer / Computer / This PC আইকন এর উপর রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন । এবার যে উইনডোটি আসবে, তার বাম পাশ থেকে Disk Management এ ক্লিক করুন । এবার আপনার কার্ড টি দেখতে পাবেন । তার উপর রাইট ক্লিক করে ফরম্যাট করার চেস্ট করে দেখতে পারেন ।
তবে ভুল করে অন্য কোন ড্রাইভ এর উপর রাইট ক্লিক করে ফরম্যাট করবেন না । তাহলে ডাটা লস করে ফেলবেন ।
মাঝে মাঝে আমরা  উবুন্তু (Ubuntu) তে (Linux Operating System) এ ট্রায় করি । আবার কিছু কিছু সময় লজিকাল ইরর হলে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ গুলো আর ঠিক করা যায়না …


Your Answer

16 + 8 =

error: Content is protected !!