মাইক্রোসফট এক্সেল এর প্রধান হচ্ছে ফর্মুলা বা সূত্র। এগুলো হাতে কলমে শিখার জন্য বাজারে ভালো ভালো বই পাওয়া যায়। তবে বর্তমান সময়ে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে YouTube. এই প্লাট-ফর্ম এর সাহায্য নিয়ে খুব সহজেই এই ফর্মুলাগুলো শিখতে পারবেন। তাছাড়া একটি পিডিএফ বই দিচ্ছি, এটাও যদি সম্পূর্ণ আয়ত্ত করতে পারেন তাহলে, আশা করি এক্সেল এর বস হয়ে যাবেন, ইনশাল্লাহ। ডাউনলোড মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল – Microsoft Excel Tutorials
এক্সেল ফর্মুলা পিডিএফ
1 Answers
Your Answer