সাধারণত কম্পিউটার বন্ধ করার আগে যে প্রোগ্রাম ওপেন করা আছে। সেই প্রোগ্রাম গুলোকে কেটে দিন।

computer shut down
আমি আমার ক্ষেত্রে উইন্ডোজ ১০ থেকে দেখালাম। প্রথমে কম্পিউটার থেকে Start মেনুতে ক্লিক করুন, ক্লিক করার পর উপরের ছবিটির মতো লাল মার্ক করা করা আইকন দেখা যাবে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর উপরের দিকে লাল মার্ক করা Shut down লেখা অপশন দেখা যাবে। Shut down এ ক্লিক করার পর কম্পিউটার বন্ধ হবে।