কিওয়ার্ড (Keyword)
প্রত্যেক প্রোগ্রামিং ভাষার নিজস্ব কিছু সংখ্যক সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম তৈরি করার সময় ব্যবহার করা হয়। এই কিছু সংখ্যক সংরক্ষিত শব্দগুলোকেই কিওয়ার্ড বলা হয়। C প্রোগ্রামে ৩২টি সংরক্ষিত শব্দ আছে যা স্টেটমেন্ট নামে এগুলো পরিচিত।
এগুলোর প্রতিটির আলাদা আলাদা অর্থ আছে এবং এগুলোকে প্রোগ্রামে লেখার সময় ছোট হাতে অক্ষরে লিখতে হয়। নিম্নে C প্রোগ্রামে ব্যবহৃত কিওয়ার্ডগুলো দেখানো হয়েছেঃ
auto | double |
break | else |
case | enum |
char | extern |
const | float |
continue | for |
default | goto |
do | if |
int | struc |
long | switch |
register | typedel |
return | union |
short | unsigned |
singned | void |
sizeof | volatile |
static | while |
কিওয়ার্ড যে শুধু প্রোগ্রামিং এ আছে তা নয় । কি-ওয়ার্ড ব্লগার (Bloogers) বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর -রা ও ব্যবহার করে ।
কোন একটি নির্দিষ্ট টপিক কে অনলাইন প্লাটফর্ম এ Rank করার জন্য এক বা একাধিক ওয়ার্ড টার্গেট করা হয় এবং সে ওয়ার্ড গুলোকেও কিওয়ার্ড বলে ।
** আর প্রোগামিং এর ভাষায় যেগুলো কিওয়ার্ড সেগুলোকে রিজার্ভড ওয়ার্ড ( reserved word ) বলা হয় ।