কম্পিউটার কিংবা ল্যাপটপ এর মধ্যে একটি কি দেখা যায় যার নাম হচ্ছে ইনসার্ট (insert). তো এই ইনসার্ট বোতাম টির কাজ কি?
Insert Key (ইনসার্ট কী)
কম্পিউটার কিবোর্ড এর ডান হাতের কি গুলোর মাঝে, বিশেষ করে BackSpace কী এর আশেপাশে থাকে এই Insert Key টি । Insert Key কে সংক্ষেপে Ins ও বলা হয় । Insert শব্দটির অর্থ যোগ করা কিংবা নিয়ে আসা বা নিয়ে এসে বসানো । উদাহরন স্বরুপ লেখার মাঝে ছবি নিয়ে বসানো । তবে ইনসার্ট বাটন এর কাজ একটু ভিন্য ।
সাধারন কম্পিউটার ব্যবহার কারিরা এই বাটন টি তেমন ইউজ ই করেনা । যাই হোক, এর ব্যবহার বা কাজ গুলো নিচে দেয়া হলো।
কিবোর্ড শটকাট হিসেবে ইনসার্ট কী এর কাজ
- Ctrl + Ins Key, Control বাটন চেপে ধরে Insert কী চাপলে সিলেক্ট করা লেখা কিংবা অবজেক্ট Copy হয় ।
- Shift + Ins key কপি করা লেখা পেস্ট করা কাজ করে যা আমরা Ctrl + P দিয়ে ই করে থাকি ।
Alt + Ins কী ও কাজ করে, তবে সেটা Unix ভিত্তিক অপারেটিং সিস্টেম এর একটি ফি ওপেন সোর্স ডেক্সটপ সফটওয়ার Xfce এর Worksheet ওপেন করতে ।
লেখা ওভার রাইট করার কাজে
অনেক সময় এমন হয় যে আপনি লেখাম মাঝখানে কিছু লিখতে গেছেন, কিন্তু সেখানে নতুন বর্ন যোগ হওয়ার পাশাপাশি কার্সর এর পেছনের বর্ন গুলো মুছে যাচ্ছে । এটি হয়ে থাকে Insert বাটন টি একটিভ থাকলে, ঠিক করে নিতে আবার ইনসার্ট বাটন চাপুন, ঠিক হয়ে যাবে ।
তবে এটি আবার সময় ও বাচায়। মানে আপনি যদি চান যে বর্ন মুছে যাক এবং সেখানে নতুন বর্ন গুলো যোগ হোক 🙂 কমান্ড লাইন এ কমান্ড লাইন এ কোন ফাইল ওপেন করে তারে লিখা যোগ করতে কিংবা সেটি এডিট করতে হলে আগে Insert চেপে নিতে হয় আগে । তারপর সেই ফাইল টি এডিট করা যায় ।