গাণিতিক প্রতীক (Mathematical symbol):
বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকে গাণিতিক প্রতীক বলে।
গাণিতিক প্রতীক ৫ প্রকার, যথাঃ
১) সংখ্যা প্রতীক
২) প্রক্রিয়া প্রতীক
৩) সম্পর্ক প্রতীক
৪) বন্ধনী প্রতীক
৫) অক্ষর প্রতীক
প্রতীকের নাম ও প্রতীকের উপাদানঃ
সংখ্যা প্রতীকঃ ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯
প্রক্রিয়া প্রতীকঃ + (যোগ), – (বিয়োগ), × (গুন), ÷ (ভাগ)
সম্পর্ক প্রতীকঃ > (বড়), < (ছোট), = (সমান), ≠(সমান নয়), ≤ (ছোট অথবা সমান), ≥ (বড় অথবা সমান)
বন্ধনী প্রতীকঃ () প্রথম বন্ধনী, {} দ্বিতীয় বন্ধনী, [ ] তৃতীয় বন্ধনী।
অক্ষর প্রতীকঃ ক,খ,গ,ঘ ইত্যাদি।