নিউক্লিয়ার ঝিল্লি কাকে বলে? এর কাজ কি?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞাননিউক্লিয়ার ঝিল্লি কাকে বলে? এর কাজ কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

নিউক্লিয়ার ঝিল্লি (Neclear Membrane)

নিউক্লিয়াসকে যে ঝিল্লি ঘিরে রাখে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলা হয়। এর স্তর দুইটি। এই ঝিল্লি প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত হয়। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, এগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়।


কাজঃ

  • নিউক্লিয়ার ঝিল্লি ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে।
  • এটি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে আলাদা রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে থাকে।

Your Answer

8 + 8 =

error: Content is protected !!