প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানপ্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে
Kabir asked 4 years ago

প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে জানতে চাই । জীবের প্রজাতিগত বৈচিত্র্য গুলো কি কি ?  উৎভিদের ও কি প্রজাতিগত বৈচিত্র্য থাকে? 


1 Answers
Ziaur answered 4 years ago

অধ্যাপক হ্যামিল্টনের মতে, পৃথিবীর মাটি, পানি ও বায়ুতে বসবাসকারী সব উদ্ভিদ, প্রাণী ও অনুজীবদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত (বাস্তুতান্ত্রিক) বৈচিত্র্য দেখা যায় তাকেই জীববৈচিত্র্য বলে।
জীববৈচিত্র্য মূলত তিন ধরনের। প্রজাতিগত বৈচিত্র্য তার অন্যতম।


প্রজাতিগত বৈচিত্র্য বা Species diversity বলতে ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বুঝায়।

এ ধরনের বৈচিত্র্য যেহেতু একই গণভুক্ত প্রজাতিগুলোর মধ্যে ঘটে তাই একে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যও বলে। একই গনভুক্ত প্রজাতির মধ্যে ক্রোমোসোম সংখ্যা ও আঙ্গিক গঠনে যথেষ্ট পার্থক্য দেখা যায়। যেমন- রয়েল বেঙ্গল টাইগার (Panthera tigris) ও সিংহ (Panthera leo) একই গণভুক্ত হওয়া সত্ত্বেও ক্রোমোসোম সংখ্যা ও জিনের বিন্যাস ভিন্ন হওয়ার ফলে এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য বিরাজ করে।

Your Answer

8 + 13 =

error: Content is protected !!