মোবাইল ফোনের নেটওয়ার্ক কিভাবে কাজ করে?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনমোবাইল ফোনের নেটওয়ার্ক কিভাবে কাজ করে?
Roton asked 7 years ago

আমি জানতে চাই, একটি মোবাইল ফোনের নেটওয়ার্ক কিভাবে কাজ করে জানাবেন কি? 


1 Answers
Ahosan Habib Staff answered 7 years ago

মোবাইল নেটওয়ার্ক কি

সাধারনত আমরা  যখন একটি সেল ফোন থেকে আরেকটি সেল ফোনে কল করার চেষ্টা করি তখন সেল ফোন প্রথম বি.টি.এস বেস ট্রান্সসিভার স্টেশান) এ রিকোয়েষ্ট পাঠায়। বাংলাদেশে জি.এস.এম এর ক্ষেত্রে তা ৯০০ থেকে ১৮০০ ফ্রিকুয়েন্সী রেঞ্জের ভিতর হয়ে থাকে। বি.টি.এস এর কাজ হল ট্রান্সমিশান সেন্ড ও রিসিভ করার মাধ্যেম তাকেই মোবাইল নেটওয়ার্ক বলে ।


মোবাইল নেটওয়ার্ক কিভাবে কাজ করে

মোবাইল ফোন নেটওয়ার্কে কোন দেশ বা এরিয়াকে হাজার হাজার সেলে বিভক্ত করা হয়। প্রত্যেক সেলের জন্য বি.টি.এস থাকে। আবার বি.টি.এসকে সাপোর্ট দেয়ার জন্য অনেক সময় অপারেটররা মাইক্রো বি.টি.এস ব্যবহার করে থাকে। বি.টি.এস কেবল এরিয়ার আয়তন হিসেবে বসানো হয়না। কোন স্থানে কতগুলো বি.টি.এস বসবে তা ওখানকার মোবাইল ব্যবহারকারীর সংখ্যার উপরও নির্ভর করে থাকে।

Your Answer

8 + 5 =

error: Content is protected !!