রিয়েল আইডি ব্যবহার করে মার্কেটপ্লেসে কাজ করা

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিরিয়েল আইডি ব্যবহার করে মার্কেটপ্লেসে কাজ করা
Md SIrajul Islam asked 5 years ago

ব্রড ব্যান্ড সংযোগ নিয়ে মার্কেটপ্লেসে কাজ করলে অনেকসময় একাউন্ট ব্লক হয়ে যায়। এক্ষেত্রে রিয়েল আইডি ব্যবহার করলে কোন সমস্যা হয় কিনা ?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

ব্রড ব্যান্ড সংযোগ টি যদি শেয়ার্ড হয়, তাহলে আইপি ডাইনামিক ভাবে বদল হতে থাকে । মানে সংযোগ অফ হবার পর আবার অন হলে নতুন আইপি চলে আসে । এখন অনেক সময় দেখা যায় যে যেই্ আইপি আপনার কাছে এসেছে সেটি ব্যবহার করে মার্কেটপ্লেসে কেউ কোন অকারেন্স করে রেখেছে, সেক্ষেত্রে সমস্যা হয় ।
তবে ইদানিং বড় মার্কেট প্লেস গুলো আইপি র পাশাপাসি আপনার একটিভিটি হিস্ট্রির উপর জোর দিয়ে সিদ্ধান্ত নেয় ।
আপনি আসলে রিয়াল আইপি নাকি আডি বোঝারে চেয়েছেন উপরের প্রশ্নে সেটা নিয়ে একটু সংশয় আছে আমার । যাইহোক, মার্কেট প্লেসে সব সময় রিয়াল আইডি দিয়েই কাজ করুন । আর রিয়াল আইপি ব্যবহার করলে আপনার আইপি এড্রেস সব সময় একই থাকবে । আর এটা নেবার জন্য আপনার ব্রডব্র্যান্ড আইএসপি ( ISP ) এর সাথে যোগাযোগ করুন । কিছুটা ফি ও নিতে পারে । 


Your Answer

5 + 9 =

error: Content is protected !!