লোকাল সার্ভার কি?
আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেই কম্পিউটার এ ই যদি কোন সার্ভার থাকে সেটাকে বলবো লোকাল সার্ভার । অন্য ভাবে বললে বলা যায় : লোকার কম্পিউটার এ যে সার্ভার থাকে সেটাই লোকাল সার্ভার।
লোকাল সার্ভার দিয়ে কি করে?
সার্ভার এর কাজ সার্ভ করা, সাধারনত ওয়েব সার্ভিস সার্ভ করা হয় সার্ভার থেকে । তো সেই একই কাজ আপনি আপনার লোকাল মেসিন এ সার্ভার ইন্সটল দিয়ে ।
তো যদি আপনি ডেভেলপার হন, সে ক্ষেত্রে আপনার একটি সার্ভার লাগবে ওয়েব এপ্লিকেশন নিয়ে কাজ করার জন্য । বিশেষ করে আপনি যদি php ও mySQL ব্যবহার করে কোন এপ্লিকেশন তৈরি করেন, সেক্ষেত্রে লোকাল সার্ভার আপনার জন্য জরুরী ।
আমরা সাধারনত লোকাল সার্ভার এ একটি প্রজেক্ট তৈরি করে সেটার বিভিন্ন দিক গুলো ও ভুল ত্রুটি গুলো বের করে সেগুলো ফিক্স করে তার পর ওয়েব সার্ভার এ আপলোড করি ।
দেখে নিতে পারেন লোকাল সার্ভার সেটাপ