SSC Result 2019 | এসএসসি রেজাল্ট ২০১৯ কবে দেবে? কখন দেখা যাবে?

বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে জানা গেছে যে, আন্তঃশিক্ষাবোর্ডের নিয়মিত সভায় এসএসসি ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। সেখানে ৬ মে দিন ধার্য করা হয়েছে। পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে SSC Result 2019 প্রকাশকে কেন্দ্র করে এ সময় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবনাটা শিক্ষামন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে। সেখান থেকে ফলাফলের দিনটি নির্ধারণ করা হবে।


সাধারনত এসএসসি রেজাল্ট দুপুর ২টার সাথে সাথে পাবলিকলি প্রকাশিত হয়। এর আগে সকাল বেলা শিক্ষামন্ত্রী এসএসসি রেজাল্ট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পেশ করেন। তাদের আনুষ্ঠানিকতা শেষে, সর্বসাধারনের জন্য দুপুর ২টা থেকেই ফলাফল প্রকাশ হয়। তবে দুঃখের বিষয় একটাই, রেজাল্ট প্রকাশের দিন বিপুল পরিমান ছাত্র-ছাত্রী এবং তাদের অবিভাবক একই সময়ে একই সাথে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলে অধিকাংশ সময়েই সার্ভার ডাউন হয়ে যায়। এক্ষেত্রে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের সার্ভার আপগ্রেড করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করছি।

You may also like...

1 Response

  1. Md moharaf Hosen says:

    এসএসসি পরীক্ষায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!