অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস অটো আপডেট বন্ধ কিভাবে করবো
অনেক সময় মোবাইল ডাটা চালু করার পর আমাদের ফোনে অটোমেটিক অ্যাপস আপডেট নিতে শুরু করে যা আমাদের জন্য বেশ ব্যয় বহুল । কেন না আমরা যারা সীমিত পরিমাণের ইন্টারনেট প্যাক ব্যবহার করে থাকি, তাদের জন্য -আশলেই ব্যয়বহুল । তো আজকে আমরা নিচের অংশ থেকে শিখবো, কিভাবে এন্ড্রয়েড ফোনে অ্যাপস অটো আপডেট বন্ধ করা যায়।
ফোনে অ্যাপস অটোআপডেট বন্ধঃ
এন্ড্রয়েড ফোনে অটো আপডেট বন্ধ করবার জন্য প্রথমে আপনি আপনার এন্ড্রয়েড থেকে google play store যান। google play store এ যাওয়ার পর নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে।
এবার সেখান থেকে উপরের লাল মার্ক করা অংশে ক্লিক করুন। ক্লিক করার নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে।
উপরের ছবিটিতে দেখুন। এবার এন্ড্রয়েড ফোনে অ্যাপস অটো আপডেট বন্ধ করার জন্য উপরের লাল মার্ক করা My apps & Games লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো পেজ চলে আসবে।
আপনার যদি auto Update চালু থাকে। তবে সেক্ষেত্রে উপরের লাল মার্ক করা UPDATE ALL লেখা এর জায়গার Stop লেখা অপশন দেখা যাবে। এবার সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এন্ড্রয়েড ফোনে অটো আপডেট বন্ধ হয়ে যাবে। তবে এটি সাময়িক এবং তাৎক্ষনিক কাজে লাগে । এবার চলুন দেখে নেই কিভাবে একেবারেই বন্ধ বা নিয়ন্ত্রন করবো ।
Setting থেকে অ্যাপস অটো আপডেট বন্ধঃ
এন্ড্রয়েড ফোনে সেটিং থেকে অ্যাপ আপডেট বন্ধ করার জন্য মোবাইল ডিভাইস থেকে Google Play Store এ যান।
google play store এ যাওয়ার play store menu ( বাম পাশে উপরের তিনটি বার ) তে ক্লিক করে একটু নিচের দিকে Scroll করলে পেয়ে যাবেন Settings..
এবার সেই settings এ যান । সেটিং এ গেলে নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে।
উপরের ছবিটিতে দেখুন। উপরের লাল মার্ক করা Auto-Update apps লেখা অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে।
উপরের ছবিটিতে দেখুন।
- Do not auto-update apps. লেখা অপশনে ক্লিক করলে আপনার ফোন থেকে আর অ্যাপস অটো আপডেট হবে না।
- Auto-Update apps at any time. Data Charges may apply. লেখা অপশনে ক্লিক করে আপনি নির্ধারন করে দিতে পারেন। আপনার অ্যাপস মোবাইল ডাটা চালু অবস্থায় অটো আপডেট হবে কি না তা ঠিক করে দিতে পারেন।
- Auto-update apps over Wi-Fi only. এই অপশন সিলেক্ট করার পর ওয়াইফাই চালু থাকা অবস্থায় অ্যাপস অটো- আপডেট করবে । Wi-Fi না থাকলে অর্থাৎ Mobile Data র মধ্যে থাকলে Apps Auto Update হবেনা ।