রিবন (Ribbon) ব্যবহার করা

রিবন (Ribbon) অফিস ২০০৭ ও ২০১০ এ আছে যা এর আগের Version গুলো তে নেই । এটি অনেকটা আগের toolbar এর মতো কাজ করে এবং এর ব্যবহার আরও ব্যাপক মজার ।  এখানে আপনি পাবেন একসাথে অনেকগুলো ফিচার যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে । এর আগে যদিও বলেছিলাম মেনুবার, কিন্তু অফিস ২০০৭ ও ২০১০  এ মেনু বলে কিছু নেই, আছে তার পরিবর্তে রিবন। একেবারে উপরের (File, Home, Insert, Page Layout …) ট্যাবটিকে বলা হয় মেইন ট্যাব (Main tab ) এবং এর প্রতিটি বাটনে ক্লিক করলে নতুন আরও Option আসে । নিচের ছবিটা দেখুন, এটা মুলত Home এর ভিতরের option গুলো, ভাল করে খেয়াল করলে মনে হবে যে এটি আগের formation toolbar এর উন্নত সংস্করণ, কিন্তু এটি আসলে আরও অনেক কিছু… আস্তে আস্তে সেগুলোর আলোচনা করা হবে ।Ribbon Home


নিচের চিত্রটি Insert এর জন্য । এখানে আবার Pages এ ক্লিক করায় নিচে আরও তিনটি Option খুলে গেছে ।

Ribbon Insert
একই রকম ভাবে Page Layout, References, Mailings, Review ইত্যাদির জন্য আলাদা আলাদা Ribbon আছে ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!