এইচ এস সি রেজাল্ট ২০২২ কিভাবে দেখবো , কবে দিবে

এইচ এস সি রেজাল্ট ২০২২ কিভাবে দেখবো সেটা নিয়েই এবারের আয়োজন । আর এইচ এস সি ফলাফল ২০২২ কবে দিবে সেটার তারিখ ও প্রকাশ করা হয়েছে । আসছে আগামি ১৪ই ফেব্রুয়ারী HSC 2022 ফলাফল প্রকাশ করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে সবকটি বোর্ড এর জন্য । অফিশিয়ালি ১৪/০২/ ২০২২ এর এইচ এস সি ও আলিম এর ফলাফল প্রকাশের তারিখ ঘষনা করা হয়েছে । তো চলুন দেখে নেই কিভাবে এইচএসসি ২০২২ ফলাফল দেখা যায় SMS কিংবা ওয়েব থেকে


বাংলাদেশে মোট শিক্ষা বোর্ড ৯টি এবং সে গুলো নিচে দেয়া হল । আলাদা বোর্ড এর জন্য রেজাল্ট দেখার জন্য কোড বব্যহার করতে হয় SMS এর মাধ্যমে ফলাফল নেবার জন্য ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সমূহ

শিক্ষাবোর্ড এর নাম বোর্ড কোড
ঢাকা শিক্ষাবোর্ড Dhk
চট্টগ্রাম শিক্ষাবোর্ড Chi
কুমিল্লা শিক্ষাবোর্ড Com
বরিশাল শিক্ষাবোর্ড Bar
যশোর শিক্ষাবোর্ড Jes
সিলেট শিক্ষাবোর্ড Syl
রাজশাহী শিক্ষাবোর্ড Raj
দিনাজপুর শিক্ষাবোর্ড Din
কারিগরি শিক্ষাবোর্ড Tec
মাদ্রাসা শিক্ষাবোর্ড Mad

এইচ এস সি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

আগেই বলেছি ফলাফল দেখা যায় ওয়েব কিংবা এস এম এস এর মাধ্যমে । শুরুতেই দেখি ওয়েব থেকে কিভাবে আপনি বের করতে পারেন HSC রেজাল্ট

  • ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২
  • কুমিল্লা বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২২
  • বরিশাল বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২২
  • যশোর বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২২
  • সিলেট বোর্ডের এইচ.এস.সি ফলাফল ২০২২
  • রাজশাহী বোর্ড এর এইচএসসি রেজাল্ট ২০২২
  • দিনাজপুর বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২
  • কারিগরি বোর্ডের রেজাল্ট ২০২২
  • মাদ্রাসা বোর্ড এর আলিম ফলাফল ২০২২
  • এইচ এস সি বিএম ফলাফল ২০২২

সকল বোর্ড এর রেজাল্ট ওয়েবে পাবার জন্য http://www.educationboardresults.gov.bd/ ওয়েব সাইট টিতে আপনাকে যেতে হবে । এবার সেখানে প্রবেশ করতে পারলে নিচের মতো দেখাবে ।

Education Board Result Website

এবার সবগুলো ফিলড যেমন প্রথম ঘর টিতে আপনি ঠিক করে দিন HSC/Alim এবং এর পরের ঘরে নির্বাচন করুন পরীক্ষার বছর । এর পরের ঘরে, অর্থাৎ রোল এর ঘরে আপনার রোল নাম্বার ও এর পরের ঘরে রেডিস্ট্রেশন নাম্বার দিন । সব শেষে ছোট্ট যোগ টি করে ফেলুন এবং Submit বাটন এ চাপ দিন । সবকিছু ঠিক থাকলে এবং সাইটের লোড ঠিক থাকলে আপনি পেয়ে যাবেন রেজাল্ট মার্কসিট সহ ।

এবার চলুন দেখা যাক SMS এর মাধ্যমে কিভাবে এইচএসসি ফলাফল বের করবেন সেই ধাপ গুলো ।

SMS এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট বের করা

এসএমএস এর মাধ্যমে ফলাফল নেবার জন্য আপনাকে মেসেজ পাঠাতে হবে ১৬২২২ নাম্বার এ একটি ফরম্যাট মেনে যেমনঃ
HSC  Dha  xxxxxx 2019 যেখানে Dha হলো ঢাকা বোর্ড এর সংক্ষিপ্ত রুপ আর xxxxxx হল আপনার রোল নাম্বার । এর পর এটি পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বার এ । আপনার বোর্ড এর সংক্ষিপ্ত রুপ পেতে উপরের বোর্ড এর লিসট টি একবার দেখে নিন ।

HSC  Dha  xxxxxx 2019

সাধারনত দুপুর ১২ টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়, কখন ও বা বেলা ২ টা ও বাজে । আর আপনি এসএমএস এর মাধ্যমে ফলাফল নিতে গেলে প্রতি sms এর চার্জ কাটবে ২ টাকা করে ।

You may also like...

1 Response

  1. কবির says:

    ধন্যবাদ HSC ফলাফল এর বিস্তারিত দেবার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!