গুগল থেকে সার্চ History ডিলেট করবো কিভাবে

আমরা প্রতিদিন কম্পিউটার বা মোবাইলে যা কিছু সার্চ করে থাকি, তা মনে রাখে ডিভাইসটি। ফলে আমরা পরবর্তিতে আমাদের ইন্টারেস্ট ভিত্তিক ফলাফল গুলো পাই । তবে অনেকেই আবার এই ফিচার টি পছন্দ করেন না বা করলেও  সার্চ History ডিলেট করতে চান । তাদের জন্যই আজকের আলোচনা।


আমরা প্রতিনিয়ত ব্রাউজারে যা কিছু সার্চ করি, তার সব টুকু গুগলে জমা থাকে যদি আমরা আমাদের গুগল একাউন্ট এ লগইন করে থাকি সেই ব্রাউজার এ। এবং যদি আমাদের ডিফল্ট সার্চ ইন্জিন হয় গুগল সার্চ ইন্জিন । আর আসলে লগইন করে থাকতে হয় বিভিন্য প্রয়োজনে।

গুগলে সার্চ সম্পর্কে তেমন ধারনা না থাকলে দেখে নিতে পারেন গুগলে সার্চ করবো কিভাবে

গুগল সার্চ History ডিলেট

যেহেতু গুগল ই বেশি ব্যবহার করি আমরা, চলুন দেখে দেয়া যাক গুগল থেকে সার্চ History ডিলেট করবো কিভাবে। আমরা মোবাইল ও কম্পিউটার, দুটার ক্ষেত্রেই দেখবো সার্চ হিস্ট্রি ডিলিট এর পদ্ধতি

মোবাইল ফোনে সার্চ হিস্ট্রি ডিলিট

শুরুতেই দেখি কিভাবে মোবাইল ফোনে (অ্যান্ড্রয়েড) গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করা যায় ।এন্ড্রয়েড ফোনের যে গুগল অ্যাপটি আছে, সেটি ওপেন করে নিন এবং ডানপাশে আপনার ছবি/নামের আদ্য অক্ষর এ ক্লিক করুন ।

click to name or image of yours

click to name or image of yours

এবার অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে Search History সিলেক্ট করুন ।

google search history

google search history

এবার নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন আগের সব সার্চ করা হিস্ট্রি যদি সেগুলো ডিলিট না করা হয় । এবার সেখান থেকে বেছে বেছে আপনি ডিলিট করতে পারেন ।

Delete history button

Delete history button

আর সবগুলো ডিলিট করতে চাইলে উপরের ছবির Delete বাটনে চাপুন । সেখানে বেশ কিছু অপশন পাবেন , আপনার প্রয়োজন মতো সিদ্ধান্ত নিন ।

choose one that how you wants to delete

choose one that how you wants to delete

মোবাইল ব্রাউজার এ সার্চ হিস্ট্রি ডিলিট

আপনার ফোনে গুগল ক্রোম অথবা যে ব্রাউজার টি আপনি ব্যবহার করেন, সেটি চালু করুন । এবার কিছু একটা লিখে সার্চ করুন ।

google search

google search

তারপর বামপাশের মার্ক করা অংশে ক্লিক করুন । বেশ কিছু মেনু আসবে ।

search history in google

search history in google

সেখান থেকে Search history তে চাপুন ।  পেয়ে যাবেন Google Search History.

Google Search History

Google Search History

এবার এখান থেকে আপনার সার্চ হিসট্রি সবগুলো দেখতে পাবেন । এক এক করে আপনি আপনার সার্চ হিস্ট্রি গুলোও এখান থেকে ডিলিট করতে পারবেন । আপনি যদি চান, যে আপনার গুগল সার্চ হিস্ট্রি গুলো অটো ডিলিট হয়ে যাক, Auto-delete অন করে নিন।

কম্পিউটার এ গুগল থেকে সার্চ History ডিলেট

মোবাইল ফোনের ব্রাউজার এর মতোই অনেকটা যা নিয়ে ধারনা পেয়েছেন উপরের অংশে । https://www.google.com/ এ গিয়ে নিচের দিকে ডানপাশে পাবেন Settings. নিচের ছবিতে দেখুন

Google Search Settings

Google Search Settings

এবার সার্চ সেটিংস এর বেশ কিছু অপশন পাবেন ।

Search history - Search settings

Search history – Search settings

এবার পেয়ে যাবেন নিচের মতো , নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন আগের সব সার্চ করা হিস্ট্রি যদি সেগুলো ডিলিট না করা হয় । এবার সেখান থেকে বেছে বেছে আপনি ডিলিট করতে পারেন ।

browser google search history

browser google search history

আর ডিলিট করার জন্য delete বাটনে ক্লিক করুন এবং আপনান সিদ্ধান্ত গ্রহণ করুন ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!