এক ক্লিকে সব ডিভাইস থেকে ফেসবুক আইডি কিভাবে লগ আউট করবেন
আমরা মাঝে মধ্যে আমাদের ফেসবুক আইডি একাধিক ডিভাইসে লগইন করে থাকি কিংবা করি। আমরা অনেক সময় ফেসবুক আইডি কোন সাইবারক্যাফে বা বন্ধুর ডিভাইসে লগইন করি। মাঝে মধ্যে এই ধরনের ভুল হয়ে থাকে,যা ফেসবুক আইডির জন্য বিপদ জনক হতে পারে। আপনি কোন সাইবারক্যাফে বা বন্ধুর ডিভাইসে ফেসবুক আইডিটি লগইন করেছেন, কিন্তু লগ আউট করেননি কিংবা লগ আউট করতে ভুলে গেছেন। এতে করে আমাদের আইডিটি অন্য কেউ নিজের আয়তে নিতে পারে বা নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকে। আজকে আমরা আলোচনা করবো কিভাবে এক ক্লিকে সব ডিভাইস থেকে ফেসবুক আইডি লগ আউট করা যায়।
প্রথমে যেকোন ওয়েব ব্রাউজার থেকে ফেসবুক আইডি লগইন করুন। লগইন করবার পর নিচের ছবির মতো একটি পেজ চলে আসবে। নিচের ছবিতে লক্ষ করুন।
উপরের ছবিটিতে ভালো ভাবে দেখুন। ছবিটির উপরের ডান পাশে লাল মার্ক করা একটি আইকন দেখা যাচ্ছে,সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিছু অপশন চলে আসবে। সেখানে লাল মার্ক করা Settings লেখা আছে, ক্লিক করুন। Settings ক্লিক করলে নিচের ছবির মতো নতুন একটি পেজ ওপেন হবে। নিচের ছবিতে লক্ষ করুন।
উপরের ছবিটিতে ভালো ভাবে দেখুন। সেখানে লাল মার্ক করা Security লেখা অপশন দেখা যাচ্ছে,সেখানে ক্লিক করুন। ক্লিক করলে নিচের ছবির মতো অপশন চলে আসবে। নিচের ছবিতে লক্ষ করুন।
উপরের ছবিটিতে ভালো ভাবে দেখুন। সেখানে লাল মার্ক করা Where You’re Logged In লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করলে নিচের ছবির মতো অপশন চলে আসবে। নিচের ছবিতে লক্ষ করুন।
উপরের ছবিটিতে ভালো ভাবে দেখুন। আপনার ফেসবুক আইডি কবে কোথায় কোন ডিভাইসে লগইন করছিলেন তার একটি লিস্ট দেওয়া আছে। আপনার ফেসবুক আইডি অন্য সব ডিভাইস থেকে লগ আউট করবার জন্য লাল মার্ক করা End activity লেখায় পর্যায়ক্রমে ক্লিক করুন। আপনার সব ডিভাইস থেকে ফেসবুক আইডি লগ আউট হয়ে যাবে।