কিভাবে মাইক্রোসফট এক্সেল শিখবো – এম এস এক্সেল টিউটোরিয়াল

মাইক্রোসফট এক্সেল ( সংক্ষেপে এম এস এক্সেল ) মাইক্রোসফট করপরেশনের একটি প্রোগ্রাম, যেকোনো প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত হিসাব তৈরির কাজে মোটামুটি সবাই ব্যবহার করে থাকে । আমরা কিভাবে.কম সইটে প্রাথমিক ভাবে এম এস এক্সেল সহ অন্যান্য অফিস প্রোগ্রামের টিউটোরিয়াল গুল দিচ্ছি ।  প্রতিটা বিষয় যতটা সম্ভব বিস্তারিত আকারে সাজানো হচ্ছে সম্ভাব্য সবকটি পদ্ধতি সহ । মাইক্রোসফট এক্সেল বিষয়ের সবগুলো টিউটোরিয়াল পেতে ভিজিট করুন  অফিস প্রোগ্রাম MS Excel টিউটোরিয়াল লিস্ট যেখানে আমরা সাজিয়েছি ধারাবাহিক ভাবে সম্ভাব্য সবকয়টি বিষয় ।


আমরা আলোচনায় রেখেছি MS Excel এ এক্সেল পরিচিতি, বিভিন্ন ফাংশনের ব্যবহার, সেলারি শীট তৈরি, রেজাল্ট শীট তৈরি, কারেন্ট বিল তৈরি, হেডার ও ফুটার ব্যবহার, পিভট টেবিল, ক্লিপ আর্ট, সেইম্বল ব্যবহার, এক্সেলের বিভিন্ন শর্টকাট, এক্সেল শীটে ডাটা ট্রান্সফ্র, বিভিন্ন প্রকার চার্ট তৈরির নিয়ম, ডাটা ফিল্টার ও সর্টিং করার নিয়ম, সেল ফরম্যাটিং, রো ও কমান হাইড আনহাইড করা, রো ও কলাম ইনসার্ট করা, মার্জসেল ও সেন্টার করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা, বিক্রয় বিবরণী সহ আরও অনেক কিছু ।

নিচে কিছু এক্সেল এর টিউটোরিয়াল লিস্ট দেয়া হল

 

 

এর পরও আপনাদের যদি অন্য কোন বিষয জানার থাকে, কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। আমরা এম এস এক্সেল এর সেই সব বিষয়গুলো নিয়েও সবিস্তারে আলোচনা করবো ।

আগের টিউটোরিয়ালঃ আফিস প্রোগ্রাম MS Excel টিউটোরিয়াল লিস্ট

পরবর্তী টিউটোরিয়ালঃ কিভাবে নিজে নিজেই এক্সেলে ফাংশনের ব্যবহার শিখবেন

 

You may also like...

13 Responses

  1. সায়েম says:

    ভাইয়া, Excel এ ফাইল প্রিন্ট করবো কিভাবে জানালে অনেক উপকৃত হতাম ।

  2. Amzad hosain says:

    ভাইয়া আমি ছাত্রদের রেজাল্ট করতে গ্রেড বের করার সময় চাইযে, যে ছাত্র 1 বা 2 বিষয়ে পরীক্ষা দেয়নি কিংবা পরীক্ষায় অনুপস্থিত ছিল, তার গ্রেডের স্থানে স্থগিত/অনুপস্থিত লেখা থাকবে। আমি এটা কিভাবে করতে পারি, জানালে অনেক খুশি হব।

    • Md Shariar Sarkar says:

      আশা করছি কয়েক দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এর একটি সমাধান, আমাদের সাথেই থাকুন smile emoticon 🙂

  3. sekh sahidul says:

    কিভাবে এক্সেলে Attendant Sheets তৈরি করতে হয় ai side ta open hoche na

  4. Momin says:

    আজকে আমি অনেক কিছুই শিখতে পারলাম, উপরের সবগুলো পোষ্টের কাজই আজকে সারাদিন করেছি, অনেক ধন্যবাদ ভাই।

    • Md Shariar Sarkar says:

      আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা 🙂

  5. M. S. Haque says:

    প্রতি ১০০ প্যাক পণ্য ক্রয়ের জন্য আমি ১১ প্যাক পণ্য ফ্রী দিতে চাই কিন্তু প্রতি ১০ প্যাক পণ্য ক্রয়ের জন্য আমি ১ প্যাক পণ্য ফ্রী দিবো । এখন কেউ যদি ২৫০ প্যাক পণ্য কিনে থাকে তাহলে উনার প্রাপ্য মোট ২৭ প্যাক ফ্রী পণ্যের হিসেব এক্সেল এ কিভাবে করা যেতে পারে ?

    • Md Shariar Sarkar says:

      ধরুন A1 Cell এ ২৫০ সংখ্যা টি আছে । তাহলে ফরমুলাটি হবে এই রকম

      =IF((A1/100)>1,((A1-MOD(A1,100))/100*11+MOD(A1,100)/100*10),A1/100*10)

  6. Atiq Rahman says:

    ভাইয়া, এক্সেলে পেইজ সেটাপ করতে যেয়ে যখন মার্জিন সিল্কেশন করে পেইজ সিলেকশন করতে গেলে করতে পারি না। কারণ উক্ত বক্স হাইড থাকে। পেইজে তখন প্রত্যেক রো-তে মার্জিন দেখায়। এর থেকে প্রতিকার কি? পুরোপুরি পেইজ সেটাপ দেখাতে না পারলে প্রিন্টও করতে পারছি না।

  7. শাহেদ মীর says:

    অনেক কিছু শিখলাম
    ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!