Word Art – ওয়ার্ড আর্ট এর ব্যবহার

আমরা এরই মধ্যে MS Word এর বেশ কিছু পোষ্ট দেখেছি। আজ আমরা আলোচনা করবো কিভাবে ওয়ার্ড আর্ট ( Word Art ) ব্যবহার করা হয় । এর আগে Insert থেকে Text Box এর ব্যবহার শিখেছি ।


Microsoft Office 2010 Word Art

Microsoft Office 2010 Word Art

তো আজ আবার আমরা সেই Insert এ ই যাবো Word Art এর জন্য । Ribbon থেকে Insert এ গিয়ে Word Art এ ক্লিক করুন । পাশের ছবিতে তার একটি নমুনা দেয়া হয়েছে । দেখবেন যে A এর বিভিন্ন স্টাইল এসেছে । যে কোন একটি স্টাইলে ক্লিক করুন । দেখবেন Your Text Hear লিখা সহ একটি বক্স এসেছে ।

এবার সেই Your Text Here  এর মধ্যে ক্লিক করে তাতে আপনার পছন্দের শব্দ বা যা লিখতে চান তা লিখুন । ধরুন আমরা লিখলাম কিভাবে.কম  ।

Word Art kivabe.com

Word Art kivabe.com

যা পাশের ছবির মতো দেখাচ্ছে । এটাকে ডিলিট করার জন্য যখন এর ভিতরে cursor থাকবে তখন বাহিরের যে বক্স টা্ তাছে তাতে ক্লিক করে Keyboard থেকে Delete চাপুন ।

পুনরাই এইটাকে ফিরিয়ে আনার জন্য Undo করুন ।

ধরুন আমরা লিখাটার স্টাইল টা চেন্জ করবো !

সেটা করার জন্য প্রথমে লিখাটা সিলেক্ট করুন । এবার দেখুন Ribbon এ Drowning Tools  Format চলে এসেছে ।  আসলে ওয়ার্ড আর্ট এর ভিতর কারসর থাকলেই এটা আসে । যাই হোক, সেখান থেকে আপনার পছন্দ মতো স্টাইল নির্বাচন করুন ।

যদি ঘুরাতে চান তো ওয়ার্ড আর্ট সিলেক্ট বা তার ভিতর কারসর থাকা অবস্থায় দেখুন, তার উপরে একটা ছোট সবুজ বৃত্ত আছে । সেটার উপর মাউস পয়েন্টার নিয়ে যান, দেখবেন যে রোটেট আইকন এসেছে, এবার ধরে ঘুরান । দেখবেন যে Word Art ঘুরে গেছে ।

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!