অ্যান্ড্রয়েড অটো রিস্টার্ট সেট করুন
মনে করুন, আপনি যেকোনো ধরনের ঝামেলা থেকে কিছু সময় দূরে থাকতে চান, বিশেষ করে আপনার #মোবাইল ফোন থেকে। আপনার প্রতিদিনের রুটিনমাফিক চলা বা অন্য যে কোনও কারণেই এটা হতে পারে। অথবা একটি গুরুত্বপূর্ণ মিটিং বা ভাল ঘুমের জন্য। তখন কি করবেন? মোবাইল ফোনটি বন্ধ করে রাখবেন তাইতো?
কিন্তু, আপনি অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের পরে এটি আবার চালু করবেন। এটা বলার অপেক্ষা রাখে না যে বার বার এটা করা বেশ ঝামেলার কাজ। তবে ভালো খবর হচ্ছে, আপনি চাইলে স্বয়ংক্রিয়ভাবে এটি করার জন্য আপনার স্মার্টফোনকে প্রোগ্রাম করতে পারেন। কিভাবে আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনটি অটো রিস্টার্টের জন্য শিডিউল করবেন? পোস্টটি পড়তে থাকুন।
অ্যান্ড্রয়েড অটো রিস্টার্ট সেট করুন
আপনার স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে কীভাবে পাওয়ার রিস্টার্ট করবেন?
এই অপশনটি আপনাকে নিয়মিতভাবে আপনার ডিভাইসটি ম্যানুয়ালি বুট করা থেকে বাঁচাতে পারে। আপনার ফোনে এই অপশনটি চালু করতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। আপনার ফোনের Settings অপশনে যান।
২। নিচে স্ক্রোল করুন এবং System Settings/General Management Settings অপশনে যান।
৩। এবার Power On/Off অথবা Reset অপশনে ক্লিক করুন।
৪। এবার Auto Restart অপশনে ক্লিক করুন।
৫। এবার Off থেকে On অপশটি চালু করুন।
৬। এবার নিচের দিকে Schedule অপশনে আপনার প্রয়োজন অনুসারে দিন ও সময় ঠিক করুন।
এখন আপনার দেওয়া সময় অনুযায়ী আপনার ফোনটি অটো রিস্টার্ট হয়ে যাবে।
সেটিংস সার্চ করে অটো রিস্টার্ট টাইমার সেট করুন
এখনকার বেসিরভাগ ফোন গুলোর সেটিং এ ই সার্চ অপশন টি থাকে । তো সেখান থেকেও খুব সহজে আপনি সার্চ করে কাজ টি করতে পারেন , কিভাবে ? চলুন দেখে নেই
১. আপনার ফোনের সেটিংস এ গিয়ে সার্চ আইকনে ক্লিক করুন।
২. এবার সার্চ বক্স এ টাইপ করুন Auto Restart.
৩. এর পর দেখুন নিচে Auto restart at set times আসবে, সেটাতে ক্লিক করুন । এর পর আপনার মতো করে সেট করে নিন ।
আশা করি নিজে নিজেই সেট করে নিতে পেরেছেন Android Phone Auto Restart settings.