block থেকে ইমেইল আইডি Unblock করবো কিভাবে – Unblock email id
কিভাবে.কমে আপনাকে জানাই আন্তরিক অভিন্দন। আমরা ইতি পূর্বে আলোচনা করেছি, অনাক্ষাখিত ইমেইল অ্যাকাউন্ট কিভাবে block করবো বা করা যায়। তারই ধারাভাহিকতায় আজকে আমরা আলোচনা করবো, block থেকে ইমেইল আইডি Unblock করবো কিভাবে? তো চলুন নিচের অংশ থেকে দেখে নেয়া যাক।
আপনি ইমেইল অ্যাকাউন্ট থেকে ভুল বসত আপনার বন্ধুর বা কোন সুভাকাক্ষির ইমেইল আসা ব্লক করেছেন ? কিন্তু ইমেইল unblock করতে পারছেন না। এখন block থেকে unblock কিভাবে করবো। নিচের অংশে দেখুন।
ইমেইল অ্যাকাউন্ট unblock করার জন্য প্রথমে আপনি আপনার ইমেইল অ্যাকাউন্টে প্রবশ করুন। আমরা জিমেইল এর ক্ষেত্রে দেখাচ্ছি । তো জিমেইলে প্রবেশ করার পর নিচের ছবিটির মতো দেখা যাবে।
উপরের ছবিটির ডান পাশে লাল মার্ক একটি আইকন দেখা যাবে, সেখানে ক্লিক করার পর নিচের মতো বেশ কিছু মেনু দেখা যাবে। এবার সেখান থেকে লাল মার্ক করা setting ক্লিক করুন। setting এ ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে।
সেখানে উপরের ছবিটির লাল মার্ক করা Filters and blocked Addresses লেখা অপশন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করার পর নিচের মতো নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনি যদি কোন ইমেইল অ্যাকাউন্ট ব্লক করেন। তাহলে নিচের লাল মার্ক করা অংশে block করা ইমেইল অ্যাকাউন্ট দেখা যাবে।
এখন আপনি যে ইমেইলটি unblock করতে চাচ্ছেন। সেটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচের দিকে Delete বাটন দেখা আছে। সেখানে ক্লিক করলে block অ্যাকাউন্ট unblock হয়ে যাবে।
I have an email address. I have tried many times to get the verification code with the wrong number but later the phone number has been blocked. Please help me