ভিপিএন কি কিভাবে ব্যবহার করে ফ্রি ভিপিএন
ভিপিএন ব্যবহার না করলেও শব্দটি অনেকেই শোনেন এবং কিভাবে ভিপিএন ব্যবহার করে জানতে চান । আজ আলোচনায় থাকছে ভিপিএন কি, কিভাবে ফ্রি ভিপিএন ব্যবহার করে । এবং একটি Free VPN কিন্তু পাওয়ারফুল iTOP VPN নিয়ে আলোচনা করবো।
আলোচনায় থাকবে ভিপিএন দিয়ে ফ্রি ইন্টারনেট পাওয়া যায় কিনা । কিভাবে ভিপিএন দিয়ে লোকেশন ও আইপি বদল করা যায় ।
ভিপিএন কি?
ভিপিএন ( VPN ) হলো Virtual Privet Network এর সংক্ষিপ্ত রুপ । এটি আসলে আপনি, আমি যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করছি, সেটির কিছু পরিবর্তন করে ।
আমাদের ডিভাইস ( মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার) গুলো যখন ইন্টারনেটের যাথে যুক্ত হয়, তখন ISP থেকে ডিভাইস গুলো আইপি অ্যাড্রেস পায় এবং লোকেশন শেয়ার করে । আর এ ক্ষেত্রে আমাদের ফিক্সড ISP থাকে।
কিন্তু VPN ব্যবহার করলে ইচ্ছে মতো VPN Apps এর দেয়া দেশ বা জায়গার ISP ব্যবহার করে নিজের অবস্থান বদন বদল করা যায় ইন্টারনেট দুনিয়াতে ।
ভিপিএন আসলে আমাদের নেট প্রোভাইডার যে আইপি আমাদের দেয়, সেটিকে হাইড কিংবা বাইপাস করে অন্য দেশের আইপি এড্রেস ব্যবহারের ব্যবস্থা করে দেয়।
কিভাবে ভিপিএন ব্যবহার করে?
VPN এর ধারনা থেকেই আমরা জেনেছি যে এটি Internet User এর Location ও IP Address পরিবর্তন করে ।
ভিপিএন ব্যবহার করা যায় দুই ভাবে ।
- মেনুয়ালি VPN Server এর IP সেট করে
- VPN Software ব্যবহার করে
প্রথমটি একটু টেকি, অর্থাৎ নেটওয়ার্ক এর আইপি সেটিং ম্যানুয়ালি বদল করে নিতে হয় যা বিগেনার দের জন্য কষ্টকর ।
অন্যদিকে VPN Service Provider দের সফটওয়ার গুলো ব্যবহার করে সহজেই কাজ টি করা যায় এবং অনেক গুলো দেশের সাভার ক্লিক করেই বদল করতে পারে ।
আমরা দেখাবো ভিপিএন সফটওয়ার ব্যবহার করে নেটওয়ার্কে যুক্ত হওয়া ।
ফ্রি VPN সফটওয়ার
পেইড ভিপিএন সফটওয়ার গুলোতে সার্ভার অনেক বেশি থাকে । অর্থাৎ আপনি বেশি সংখ্যক লোকেশন বদল করার সুজোগ পাবেন ।
তবে Free VPN গুলোতেও মোটামুটি কাজ চালানোর মতো সাপোর্ট পাওয়া যায় । শুরুতেই বলেছিলাম iTop Free VPN নিয়ে আলোচনা করবো। আবার এটির পেইড ভার্সন ও আছে ।
iTop VPN সাপোর্ট করে Windows OS, Mac OS, Android ও IOS.
চলুন এটির ফিচার গুলো দেখে নেয়া যাক ।
Free Version | Paid Version | |
Daily Data limit | 700 MB | Unlimited |
VPN servers | 10+ | 1800+ |
Virtual locations available to choose | 1 | 100+ |
Internet speed | Basic | 10x faster |
Dedicated servers for popular streaming services | No | Netflix, Disney+, HBO, Hulu, Peacock, etc. |
Dedicated servers for online games | No | PUBG, Roblox, Call of Duty Warzone, etc. |
Login Required | No | Yes |
এছাড়াও পেইড ভার্সন এ কিছু বাড়তি ফিচার যা নিয়ে আর একটি পোস্ট তৈরি করা যেতে পারে। তো দেখে নেয়া যাক ডাউনলোড করবেন কিভাবে এই Free VPN Software টি ।
ইন্সটলেশন খুবই ইজি । ডেক্সটপ এর জন্য নেক্সট নেক্সট করলেই ইন্সটল হয়ে যাবে।
VPN Connect করুন
ইন্সটলেশন শেষে ওপেন করে Connect এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।
ফ্রি ভার্সনটি অটো সার্ভার আইপি ও লোকেশন ঠিক করে নেয় । তবে ফ্রি সার্ভার গুলোর মধ্যে আপনি সার্ভার চেন্জ ও করে নিতে পারেন ।
সার্ভার লোকেশন বদল করা
সার্ভার লোকেশন চেন্জ করতে All Servers এ ক্লিক করে উপরের সাচ বক্স এ free লিখলেই পেয়ে যাবেন ফ্রি সার্ভার লোকেশন গুলো । এবার যেটিতে কানেক্ট করতে চান, করে নিন ।
VPN এ কানেক্ট করা মাত্র ডেক্সটপ এর internet speed bar টি একটিভ দেখতে পাবেন নিচের মতো
অ্যান্ড্রয়েড ফোন সাপোর্ট করে ?
অ্যান্ড্রয়েড শুধু কেনো, এটি আইফোনেও সাপোর্ট করে । ফ্রি ভার্সন টিও চালাতে পারবেন আপনার পছন্দের স্মার্ট ফোনে ।
নিচেল লিংক থেকে নামিয়ে নিতে পারবেন সহজেই । এই পেজের লিংক থেকে ডাউনলোডে ক্লিক করেলে আপনাকে Android App store (Google Play Store ) এ নিয়ে যাবে।
Download iTop VPN Android Version
অথবা সরাসরি Google Play Store থেকে iTop VPN দিয়ে সার্চ করেও নামিয়ে নিতে পারেন ।