বিকাশ প্রতারনা ও সতর্কতা

সমস্যা টা বিকাশ এর নয় । বিকাশ কে ব্যবহার করে কিছু লোক তৈরি করছে প্রতারনার ফাঁদ । আর সেই ফাঁদে পা ফেলছে অনেক সাধারন জনগন । এবং তাদের মধ্যে অনেকেই আমাদের কাছের আপন জন । আর এই প্রতারনার ফাঁদ থেকে বাচতে হলে চাই সচেতনতা । কিছু বিষয় আগে থেকেই জানা থাকলে প্রতারনার ফাঁদ থেকে অনেকেই বেচে যাবে । তাই আপনজন দের জানাতে ভুলবেন না বিকাশ প্রতারনা ও সতর্কতা সম্পর্কে । চলুন দেখে নেয়া যাক সবিস্তারে …


বিকাশ প্রতারনার ধরন

আ্গেই বলেছি বিকাশ প্রতারনা করছেনা, কিছু কুলাঙ্গার bKash ব্যবহার করে প্রতারনা করছে ।

৩০০০ টাকা bKash নিজের মোবাইলে নেবার এক থেকে দেড় ঘন্টা পর একটি ফোন এলো । প্রথম ট্রায় …

ফোনে : ভাই ভুল করে অন্যকে টাকা পাঠাতে গিয়ে আপনার একাউন্টে টাকা পাঠিয়েছি । ভাই দেখেন তো  বিকাশের কোন ম্যাসেজ পাইলেন কিনা । আমার টা চলে এসেছে যে আপনার নাম্বারে চলে গেলে । একটু পরে আপনার ও আসবে ।

আমি :  ভাই কোন টাকা আসেনি, আমি ব্যলেন্স চেক করে জানাচ্ছি ।

প্রথমে ধরেই নিয়েছিলাম যে হয়তো ভুল করেছে । কিন্ত আমি ব্যালেন্স চেক করবো বলেছি বলে বোধহয় আর নক করলোনা তখন ।

দ্বিতীয় ট্রায়… রাত সাড়ে সাতটায় এ্লো ফোন…

ফোনে : ভাই আপনি আজ আমাদের এখান থেকে ৩০০০ /= নিয়েছিলেন বিকাশে । আমি :  জি, আজ আমার মোবাইলে নিয়েছিলাম, (ক্লাসে ছিলাম, তেমন কনসেন্ট্রেট করা হয়নি )। ফোনে : ভাই একজনকে টাকা পাঠাতে গিয়ে আপনার নাম্বারে ভুলে পাঠিয়েছি । খরচ সহ ২৫৫০ টাকা, আপনি ভাই প্লিজ ২৫৪০ টাকা পাঠিয়ে দেন এই নাম্বারে । ভাই যার কাছে টাকা পাঠানোর কথা তার একজন মেডিকেলে ভর্তি আছে । কিছুক্ষনের মধ্যেই আপনার ওখানে বিকাশের ম্যাসেজ ডুকবে ভাই … ম্যাসেজ এলো নিচের মতো …

Fraud bkash message by frauder

Fraud bkash message by frauder

এমনিতেই মনে হয়েছিলো ফাদ পাতা হচ্ছে এবং ম্যাসেজ পেয়ে কনফার্ম হলাম । কারন ৩০০০ টাকা আমি আগেই ব্যবহার করে ফেলেছি । আবারো ফোন এলো … তো সে আলাপ চারিতা আর না তুলে ধরলেও চলবে । প্রতারক চর্ক্র প্রথমে ফোন দিয়ে আমার কারেন্ট bKash Balance জানার চেষ্ঠা করেছে এবং সেই অনুসারে ফেইক ম্যাসেজ পাঠিয়েছে ।

বিকাশ প্রতারনা – র আর এক ধরন – জিনের বাদশা কিংবা পুরস্কারের লোভ

মাঝে মাঝে আপনাকে জিনের বাদশা ফোন দেবে এবং অনেক উপদেশ কিংবা মঙ্গল বার্তা শুনিয়ে আপনার কাছে টাকা চাইবে কিংবা আপনার ফোনের কিছু কোড চাপতে বলবে । কিংবা আপনাকে জানানো হবে যে আপনি আপনি বিশাল এক পুরস্কার জিতেছেন, তো নিচের ধাপ গুলো ফলো করলে পেয়ে যাবেন সেই পুরস্কার । ধরা দিয়েছেন তো মরেছেন ।

বিকাশ প্রতারনা থেকে বাচার জন্য সতর্কতা ও সচেতনতা

বিকাশের ম্যাসেজ সেন্ডার চেক করুন । এমন কি নিজের একাউন্ট এ ব্যালেন্স নেবার সময় ও  কারন বিকাশ থেকে যে ম্যাসেজ গুলো আসলে সেটির সেন্ডার bKash হয় । নিচের ছবিটি দেখুন

Sender bKash

Sender bKash

প্রথম ছবিটিতে দেখুন একটি রবি নাম্বার থেকে পাঠানো হয়েছিলো বিকাশের ম্যাসেজ যেটি ফ্রড । আর ২য় ছবিটিতে সবগুলো ই এসেছে bKash থেকে ।

  • আপনার কারেন্ট ব্যালেন্স জানাবেন না এবং আপনার একাউন্ট এর আগের Balance এর সাথে মিলিয়ে নিন নতুন ব্যলেন্স এর যোগ ফল
  • অন্যের বলা নির্দেশনায় আপনার মোবাইলের বাটন চাপা শুরু করবেন না
  • পুরস্কার নেবার লোভেও টাকা পাঠাবেন না ।
  • কাস্টমার কেয়ারের নাম নিয়ে বললেও পিন বা ব্যালেন্স জানাবেন না । প্রয়োজনে নিজে কাস্টমার কেয়ারের কল দিয়ে সাপোর্ট নিন । কাস্টমার কেয়ারের কল গুলো সব সময় এক নাম্বার থেকেই আসে, এলোমেলো নাম্বার না ।

যারা ইন্টারনেট ব্যবহার করেনা তাদের ও জানিয়ে দিন বিষয়গুলো, হয়তো গল্প করতে করতেই । হয়তো আপনার কারনেই সেই সাধারন মানুষগুলো প্রতারনার হাত থেকে বেচে যাবে

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!