বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৯০ সালে যেটি ছিলো ডায়ালআপ (dialup) কানেকসশের মাধ্যমে । এতে শুধু ইমেইল আদান প্রদান হতো এবং ইউজার ছিলো ৫০০ থেকে ও কম ।
এর পর ১৯৯৬ সাথে প্রথম ভিসেট (VSAT) এর মাধ্যমে ইন্টারনেট আসে বাংলাদেশে এবং দুটি ISP (Internet Service Provider) অনুমুতি পায় সেসময় ।
তো বলা যেতে পারে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সাথেই কারন আগের টিতে শুধু ইমেইল ই আদান প্রদান হতো এবং সেখানে আমাদের কোন আইএপি ছিলোনা ।
তথ্যসুত্র : wikipeida