Google আইডি এবং জিমেইল আইডি একই। আর জিমেইল এ্কটি ইমেইল সার্ভিস হওয়ায় এটি ও একটি ইমেইল আইডি ঠিকই । কিন্তু ইমেইল আইডি আরও আছে। যেমন ইয়াহু ইমেইল আইডি, আউটলুক ইমেইল আইডি । কিংবা আপনি চাইলে আপনার নিজের ডোমেইন এর ও একটি ইমেইল আইডি করে নিতে পারেন ।
তো বলা যেতে পারে সকল গুগল আইডি ইমেইল আইডি হয়েও সকল ইমেইল আইডি গুগল আইডি নয় ।