ওয়ার্ড তথ্য

m. belal asked 6 years ago

আমি কীভাবে এপল ওয়ার্ড ফাইলকে আই বি এম ওয়ার্ড ফাইলে কনভার্ড করবো? অনুগ্রহ করে সম্পূর্ণ রূপে যানতে পারলে কৃতজ্ঞ হবো এবং আপনাদের জন্য দোয়া করবো।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

বিষয়টি আমার কাছে নতুন । তবে নেট ঘেটে যে টুকু বুঝলাম, আপনি যেটাকে এপল ওয়ার্ড বলছেন, সেটা বোদহয় Apple Pages , আর যেটাকে আই বি এম ওয়ার্ড বলছেন সেটা বোদহয় BookMaster নামে পরিচিত ।


অ্যাপল কিংবা আইবিএম যদি মাইক্রোসফ্ট এর ওয়ার্ড ব্যবহার করতো, তাহলে আলাদা করে ওয়ার্ড ফাইলে কনভার্ড  করা লাগতোনা । আমি নেট ঘেটে পেলাম কিভাবে Apple Pages To Microsoft Word Convert করা যায় । Apple Pages থেকে Word এ কন্ভাট করার সময় Export করতে হয়। আর সেখানে Rich Text Format ( .rtf ) এ এক্সপোর্ট করার ব্যবস্থাও আছে । আমার জানা মতে rtf মোটামুটি সব ডিভাইস ই পড়তে পরে ।

আপনি রেফারেন্স হিসেবে এই লিংক টি ভিতিট করতে পারেন : https://trendblog.net/convert-apple-pages-microsoft-word/

Your Answer

0 + 13 =

error: Content is protected !!