USB Type C কি, এর সম্পর্কে জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিUSB Type C কি, এর সম্পর্কে জানতে চাই
Lubna Shiuli asked 6 years ago

usb type c কি কি কাজে লাগে ? আর আমরা যে usb ব্যবহার করি , সেটার type কি ?  ইউএসবি টাইপ সম্পর্কে জানতে চাই 


2 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

USB Type C কি

USB Type C বা USB C usb connector এর আর একটি নতুন ভার্সন ।  এটি UBS 3.1 এর সমসমায়িক এবং August 2014 তে বাজারে আসে । এটির দুই পাশ গোলাকার ঠিক নিচের ছবির মতো ।


USB Type C in Mobile Device

USB Type C Port in Mobile Device

এটি আকারে ছোট হওয়ায় অনেক মোবাইল ডিভাইস এই ব্যবহার হয়ে থাকে । আর এর ভিতরে কানেক্টর এর সংখ্যা সাধারন ইউএসবি এর থেকে বেশি ( 12 + 2 = 24 pin ) হওয়ায় এই এক পোর্ট দিয়েই অনেক কিছু কানেক্ট করা যায় ।

আজকাল অনেক ল্যাপটপ বিশেয় করে Apple এর ল্যাপটপ গুলোতে এবং দামি মোবাইল ফোন গুলোতে প্রচুর ব্যবহার হয় এটি । এটি থেকে কন্ভাটার  ব্যবহার করে , HDMI, VGA, LAN, USB3 এই সবগুলই এক সাথে ব্যবহার করা যায় ।

USB Type C Converter

USB Type C Converter

 

USB Type গুলো

আমরা সাধারন যে USB পোর্ট ব্যবহার করে থাকি সেটার টাইপ হলো USB Type A , এর একেবার শুরুতে ছিলো USB1, পরে USB2 এবং বর্তমানে USB3 ও USB3.1

আর একটি টাইপ হলো Type B যেটা অনেক প্রিন্টার এর পোর্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে ।
আর আমরা মোবাইল এ যে পোর্ট টি বেশি ব্যবহার করে থাকি সেটি Type B এ ছোট রুপ, Micro B নামে পরিচিত ।
উপরের আলোচনায় আমরা দেখেছি Type C. নিচের ছবিটি দেখলে আর একটু ভালো ধারনা পাওয়া যাবে ।

Type Of USB port

Type Of USB port

Orchi answered 4 years ago

মোবাইলের usb type-c এর কাজ কি?


Your Answer

1 + 0 =

error: Content is protected !!