টাস্কবার কি ও কাকে বলে?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারটাস্কবার কি ও কাকে বলে?
Moslem asked 6 years ago

কম্পিউটারের টাস্কবার কাকে বলে কম্পিউটার টাস্কবার সম্পর্কে জানতে চাই 


1 Answers
Imran Hossain answered 6 years ago

কম্পিউটারের Taskbar বলতে, কম্পিউটার ডেক্সটপ এর নিচের দিকে লম্বা বার থাকে, তাকি টাস্কবার বলে । কারও কারও ক্ষেত্রে টাস্কবার ডিসপ্লে এর ডান দিকে বা বাম দিকে অথবা উপরের দিকেও থাকে পারে ।  এই টাস্কবার থেকে খুব সহজে ভাব প্রোগ্রাম ওপেন করা যায় এবং কি কি প্রোগ্রাম ওপেন আছে তা ও দেখা যায় । টাস্কবার আপনি যেকোন ধরনের প্রোগ্রাম পিন করে রাখতে পারেন ।


Your Answer

15 + 0 =

error: Content is protected !!