এডোবি ইলাস্ট্রেটর কি এবং ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজ করা হয়

প্রশ্ন উত্তরCategory: ক্যারিয়ারএডোবি ইলাস্ট্রেটর কি এবং ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজ করা হয়
Rohim asked 6 years ago

এডোবি ইলাস্ট্রেটর কি ইলাস্ট্রেটর কি কাজে ব্যবহার করা হয়ে থাকে । 


1 Answers
Imran Hossain answered 6 years ago

অ্যাডোবি ইলাস্ট্রেটর নামেই অ্যাডোবি সফটওয়্যারের বেশি পরিচিত ।  একটি ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। এই সফটওয়্যারটি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে আদলে তৈরি ।অ্যাডোবির সব থেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম । অ্যাডোবি সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনে গ্রাফিকাল কাজ করা করা যায় ।


ইলাস্ট্রেটর দিয়ে কি কাজ করা যায়

ইলাস্ট্রেটর সফটওয়্যার দ্বারা গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার তৈরি করা সহ বেশ কিছু কাজ করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে । অ্যাডোবি এর সর্ব শেষ ভার্সন ইলাস্ট্রেটর সিসি যা ২০১৪ সালে রিলিজ হয় । ফটোশপের টিউটোরিয়াল গুলো দেখতে এখানে ক্লিক করুন অ্যাডোবি ফটোশপ

Your Answer

20 + 13 =

error: Content is protected !!