HTML ?

Md. Towhid Hossen asked 6 years ago

HTML কীভাবে কাজ করে?


1 Answers
Imran Hossain answered 6 years ago

HTML সংক্ষিপ্ত রূপ । এর পূর্ণরূপ হচ্ছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (Hyper Text Markup Language) । এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত । এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন চলমান পর্যায়ে ।
এইচটিএমএল কিভাবে কাজ করে?
HTML কাজ করে মূলত কোন কোড এডিটর দ্বারা । কোড এডিটরে কোড লিখে সেটি রান করালে ব্রাউজারে প্রর্দশন হয় । এইচটিএমএল সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে দেখুন । এইচটিএমএল
 


Your Answer

4 + 1 =

error: Content is protected !!