ফেসবুক বিষয়ক প্রশ্ন।

প্রশ্ন উত্তরCategory: সমস্যাফেসবুক বিষয়ক প্রশ্ন।
সাফায়েদ asked 6 years ago

আমার ফেসবুক ফ্র্যান্ড আছে আছে প্রায় 500 টি।আমি কোনো ফটো আপলোড দিলে বা পোষ্ট করলে কোনো লাইক বা কমেন্ট পাইনা।কোনো গুষ্ঠি বা পেজে পোষ্ট করলে কোনো লাইক কমেন্ট আসেনা।কি করলে এ সমস্যার সমাধান হবে?


1 Answers
Imran Hossain answered 6 years ago

আপনি ফেসবুক এ লাইক কমেণ্ট এর সমস্যার সমাধাণ নিচের ভিডিও দেখুন । আশা করি আপনার সমস্যার সমাধাণ হবে ।


এর আরেকটি সমাধাণ হতে পারে, আপনি যখন ছবি আপলোড করেন, তখন Only Me অপশন আপনার পিসিতে সিলেক্ট করা থাকে কি না এই বিষয়টি চেক করবেন । Only Me সিলেক্ট করা থাকলে, পোস্ট বা ছবি শুধু আপনি নিজেই দেখতে পারবেন । Only Me এ জায়গায়  Friends করে দিবেন । তাহলে আপনার ছবি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের সবাই দেখতে পারবে ।

Your Answer

8 + 0 =

error: Content is protected !!