কম্পিউটার স্কীনে সমস্যা

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার স্কীনে সমস্যা
Abu Bakar Siddique asked 5 years ago

স্যার আসসালামু আলাইকুম। আমি ইউটিউব থেকে কম্পিউটার ফাস্ট করার একটি ভিডিও দেখেছি। তাই নিজে নিজে ট্রাই করে সম্পাদন করার পর অফ হয়ে গেছে আবার অন হওয়ার পর দেখি সমস্ত ভাষা গুলো ভেঙ্গে গেছে । এখন আমি যে ফোল্ডারে যাই নাে কেন লেখাগুলো ফাটাফাটা দেখা যায়। যা আমার অসহ্য লাগে। ওয়াডে লিখতে গেলে জুম না করা পর্যন্ত বোঝা যায় না। গ্রাফিক্স কার্ড আপলোড দেওয়ার পরেও হচ্ছে না এখন আমি কী করতে পারি জানালে উপকৃত হব।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

আপনার পিসি তে গ্রাফিক্স কার্ড এর ড্রাইভার মনেহয় সঠিক ভাবে ইন্সটল হয়নি । আপনি অটো আপডেটার গুলো ব্যবহার করে চেক করে নিয়ে ইন্সটল দিয়ে নিতে পারেন । দেখে নিন  অডিও ড্রাইভার WiFi Driver মিসিং ড্রাইভার ডাউনলোড বা আপডেট করার নিয়ম এবং ল্যাপটপ কিংবা ডেস্কটপ এ Missing Driver ইন্সটল বা আপডেট
আশা করি আপনার সমস্যার সমাধান হবে । তার পরও সমস্যা হলে জানিয়েন । ধন্যবাদ …


Your Answer

13 + 0 =

error: Content is protected !!