ইউটিউব

Umar Faroqe Rasel asked 5 years ago

ইউটিউব ওয়াচ অন টিভি এটা কি এবং এটা কিভাবে সেট করব


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

ইউটিউব ওয়াচ অন টিভি এর বিষয় টা হচ্ছে ইউটিউব ভিডিও টিভিতে দেখা । তো যে TV গুলো Youtube Support করে বিশেষ করে স্মার্ট টিভি গুলো এবং আগের কিছু সনি টিভি যেগুলোর ওএস এন্ড্রয়েড নয়, কিন্তু ইউটিউব সাপোর্ট করে সেগুলোতে দেখা যায় ইউটিউব ভিডিও ।
তো ইউটিউব ওয়াচ অন টিভি .এই মেসেজ টা দেখায় যখন একই নেটওয়ার্ক এ স্মার্ট টিভি ও অন্যান্য ডিভাইস গুলো কানেক্ট থাকে । ধরুন আপনি মোবাইল ফোন এ ইউটিউব দেখছেন WiFi ব্যবহার করে এবং সেই একই রাউটার এর সাথে আপনার Smart TV connected আছে । এবার টিভি অন থাকা অবস্থায় মোবাইল থেকে “ইউটিউব ওয়াচ অন টিভি” নির্বাচন করলে Smart TV র  ধরন ভেদে সরাসরি টিভি তে চালু হতে পারে ভিডিও টি কিংবা টিভিতে কনফারমেশন এর জন্য অপেক্ষা করতে পারে ।


Your Answer

6 + 0 =

error: Content is protected !!